আজ বৃহস্পতিবার | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ |২৬শে রজব, ১৪৪৭ হিজরি | রাত ১০:৫৭

কুমিল্লায় কার্যক্রম নিষিদ্ধ বরুড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন লিংকনের সঙ্গে কুমিল্লা সিটি করপোরেশনের (কুসিক) প্রশাসক মো. শাহ আলমের কয়েকটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ায় আলোচনা-সমালোচনা শুরু হয়েছে।
জানা গেছে, শনিবার (১০ জানুয়ারি) কুমিল্লার লালমাই লেকল্যান্ড পার্কে কুমিল্লাস্থ বরুড়া উপজেলা জনকল্যাণ সমিতির সভা অনুষ্ঠিত হয়। ওই সভায় উপস্থিত ছিলেন বরুড়া উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন লিংকন। সভা শেষে অন্যদের মতো লিংকনের সঙ্গেও ফটোসেশনে অংশ নেন প্রশাসক শাহ আলম।
কিন্তু সেই ছবি ফেসবুকে ছড়িয়ে পড়ার পর শুরু হয় আলোচনা-সমালোচনা। কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসকের মতো গুরুত্বপূর্ণ পদে থেকে তিনি কীভাবে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতার সঙ্গে ফটোসেশনে অংশ নিলেন তা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে।
বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা মহানগরীর আহ্বায়ক আবু রায়হান বলেন, ‘প্রশাসনের একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি, যিনি ছাত্র-জনতার রক্তের বিনিময়ে আজ এই চেয়ারে বসেছেন, তার জানা উচিত কার সঙ্গে ছবি তোলা যায় এবং কার সঙ্গে যায় না। গণহত্যাকারী স্বৈরাচারী আওয়ামী লীগের নেতা-কর্মীদের এখন জেলে থাকার কথা। কিন্তু এমন গুরুত্বপূর্ণ ব্যক্তিরা যখন তাদের সঙ্গ দেন, তখন বিপ্লব সম্পাদনকারী ছাত্র-জনতা ঝুঁকিতে পড়ে।’
কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতাদের সঙ্গে আপনার ছবি ভাইরাল হওয়ার বিষয়ে জানতে চাইলে কুমিল্লা সিটি কর্পোরেশনের প্রশাসক মো. শাহ আলম বলেন, ‘কখন ছবি তোলা হয়েছে, আমি খেয়াল করিনি। আমি একটি অনুষ্ঠানে গিয়েছিলাম, সেখানেই হয়তো কেউ ছবিটি তুলেছে।’
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
| সুবহে সাদিক | ভোর ৬:২৩ পূর্বাহ্ণ |
| সূর্যোদয় | ভোর ৭:৪৩ পূর্বাহ্ণ |
| যোহর | দুপুর ১:০৮ অপরাহ্ণ |
| আছর | বিকাল ৪:১২ অপরাহ্ণ |
| মাগরিব | সন্ধ্যা ৬:৩৩ অপরাহ্ণ |
| এশা | রাত ৭:৫২ অপরাহ্ণ |