আজ বৃহস্পতিবার | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ |২৬শে রজব, ১৪৪৭ হিজরি | রাত ১০:৫৯

রফিকুল ইসলাম,কুড়িগ্রাম প্রতিনিধি : কুড়িগ্রামে ১০ জানুয়ারি শনিবার দিনব্যাপী নানা আয়োজনে বাংলাদেশ মানবাধিকার কমিশনের ৩৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন করা হয়েছে ।
বাংলাদেশ মানবাধিকার কমিশন কুড়িগ্রাম জেলা আঞ্চলিক শাখার আয়োজনে ৩৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে বর্ণাঢ্য র্যালী, দোয়া মাহফিল, কেক কাটা, আলোচনা সভা ও গরিব অসহায় দুস্থ মানুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ মানবাধিকার কমিশন কুড়িগ্রাম জেলা আঞ্চলিক শাখার আয়োজনে আশরাফিয়া স্কুল সংলগ্ন নিজস্ব কার্যালয় হতে ১০ জানুয়ারি শনিবার সকালে বাংলাদেশ মানবাধিকার কমিশনের ৩৯ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়। বাংলাদেশ মানবাধিকার কমিশন জেলা আঞ্চলিক শাখার সভাপতি মিনহাজুল ইসলাম মিলনের সভাপতিত্বে রেলী শেষে নিজস্ব কার্যালয় চত্বরে দোয়া মাহফিল ও কেক কেটে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় সাধারণ সম্পাদক তাজুল ইসলাম খন্দকারের সঞ্চালনায় বক্তব্য রাখেন- জেলা আঞ্চলিক শাখার নির্বাহী সভাপতি মোঃ মাজেদ আলী, মহিলা বিষয়ক সম্পাদক মোছাঃ মরিয়ম বেগম, সংস্কৃতিক বিষয়ক সম্পাদক আশীষ নারায়ণ সরকার, আইন বিষয়ক সম্পাদক জাহেদুল ইসলাম, উমর মজিদ ইউনিয়ন শাখার সভাপতি আব্দুর রশিদ, দুর্গাপুর ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক, প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরনবী সরকার, মানবাধিকার কর্মী মোক্তার আলী, নির্বাহী কমিটির সদস্য আব্দুস সবুর মিয়া প্রমূখ। পরে জেলা আঞ্চলিক কার্যালয়ে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে সাধারণ মানুষের জন্য ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হয়। উক্ত ফ্রি মেডিকেল ক্যাম্পে আগত রোগীদের বিনামূল্যে স্বাস্থ্য সেবা প্রদান করেন কুড়িগ্রামের কৃতি সন্তান মেডিসিন ও শিশু রোগে অভিজ্ঞ ডাক্তার মারুফ আরমান ।
এ সময় বাংলাদেশ মানবাধিকার কমিশন কুড়িগ্রাম জেলা আঞ্চলিক শাখার সভাপতি মিনহাজুল ইসলাম মিলন বলেন- মানবাধিকার রক্ষায় সকলকে সম্মিলিত ভাবে কাজ করতে হবে। কোন ভাবেই আইনের শাসন ও ন্যায় বিচার হতে কাউকেই বঞ্চিত হতে দেয়া হবে না।
সাধারণ মানুষের জন্য আগামী দিনেও আমাদের সংগঠনের পক্ষ থেকে ফ্রি মেডিকেল ক্যাম্পের আয়োজন করা হবে ।
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
| সুবহে সাদিক | ভোর ৬:২৩ পূর্বাহ্ণ |
| সূর্যোদয় | ভোর ৭:৪৩ পূর্বাহ্ণ |
| যোহর | দুপুর ১:০৮ অপরাহ্ণ |
| আছর | বিকাল ৪:১২ অপরাহ্ণ |
| মাগরিব | সন্ধ্যা ৬:৩৩ অপরাহ্ণ |
| এশা | রাত ৭:৫২ অপরাহ্ণ |