আজ বৃহস্পতিবার | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ |২৬শে রজব, ১৪৪৭ হিজরি | রাত ১০:৩৭

স্টাফ রিপোর্টার : সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে শোকবইয়ে স্বাক্ষর করেছেন বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের সদস্য অধ্যাপক গোলাম হাফিজ কেনেডি।
বৃহস্পতিবার (১ জানুয়ারি) সন্ধ্যা ৬ টায় বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে রক্ষিত শোকবইতে তিনি স্বাক্ষর করেন।
দেশের সার্বিক উন্নয়নে তাঁর অসামান্য অবদানের কথা স্মরণ করে তিনি বলেন, “একজন মহীয়সী নারী এবং বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় নেত্রীকে হারিয়ে গোটা জাতি শোকে মূহ্যমান।”
তিনি বলেন “বেগম খালেদা জিয়া তাঁর জীবদ্দশায় প্রতিটি জাতীয় নির্বাচনে প্রতিটি আসনে বিজয়ী হয়ে যেমন ইতিহাস গড়েছেন, তেমনি মৃত্যুর পরেও লক্ষ কোটি মানুষের শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত হয়ে চিরনিদ্রায় শায়িত হলেন এবং গড়লেন নতুন আরেক ইতিহাস।”
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
| সুবহে সাদিক | ভোর ৬:২৩ পূর্বাহ্ণ |
| সূর্যোদয় | ভোর ৭:৪৩ পূর্বাহ্ণ |
| যোহর | দুপুর ১:০৮ অপরাহ্ণ |
| আছর | বিকাল ৪:১২ অপরাহ্ণ |
| মাগরিব | সন্ধ্যা ৬:৩৩ অপরাহ্ণ |
| এশা | রাত ৭:৫২ অপরাহ্ণ |