আজ বৃহস্পতিবার | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ |২৬শে রজব, ১৪৪৭ হিজরি | রাত ১০:৩৭

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়াও ওয়েন। বুধবার (৭ই জানুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে তারেক রহমান ছাড়াও দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, যুগ্ম মহাসচিব হুমায়ুন কবির, তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন ও প্রেস সচিব সালেহ শিবলী উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে হুমায়ুন কবির সাংবাদিকদের বলেন, চীন বাংলাদেশের উন্নয়নের গুরুত্বপূর্ণ অংশীদার। তাদের উন্নয়ন সহায়তা অব্যাহত রাখা নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশের আসন্ন নির্বাচনের বিষয়ে কোনো আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে হুমায়ুন কবির বলেন, চীনের ফরেন পলিসি হচ্ছে- দৃশ্যত অন্য দেশের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ না করা। তারা এসব বিষয় নিয়ে মাথা ঘামায় না। তবে চীন বাংলাদেশের পরবর্তী নির্বাচিত সরকারের সঙ্গে কাজ করতে প্রস্তুত। এছাড়া বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে রাষ্ট্রদূত চীন সরকারের সমবেদনা পৌঁছে দিয়েছেন বলে জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
| সুবহে সাদিক | ভোর ৬:২৩ পূর্বাহ্ণ |
| সূর্যোদয় | ভোর ৭:৪৩ পূর্বাহ্ণ |
| যোহর | দুপুর ১:০৮ অপরাহ্ণ |
| আছর | বিকাল ৪:১২ অপরাহ্ণ |
| মাগরিব | সন্ধ্যা ৬:৩৩ অপরাহ্ণ |
| এশা | রাত ৭:৫২ অপরাহ্ণ |