আজ বৃহস্পতিবার | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ |২৬শে রজব, ১৪৪৭ হিজরি | রাত ১০:৫৯

ঢাকা: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের খবর সংগ্রহ ও পর্যবেক্ষণের জন্য গণমাধ্যমকর্মী ও পর্যবেক্ষকদের প্রথমবারের মতো অনলাইনে কার্ড দেবে নির্বাচন কমিশন (ইসি)।বুধবার (০৭ জানুয়ারি) নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক বিষয়টি জানান।
তিনি বলেন, প্রত্যেক নির্বাচনে সাংবাদিক ও পর্যবেক্ষকদের নির্বাচন কমিশন অথবা রিটার্নিং অফিসারের কার্যালয়ে স্বশরীরে আবেদন করতে হয়। এরপর আবেদন অনুমোদন হলে কার্ড ও গাড়ির স্টিকার সরবরাহ করা হয়।
এতে সময়ের অপচয়ের পাশাপাশি ইসিরও প্রচুর ব্যয় হয়। এ কারণে এবার আমরা আগের পদ্ধতি থেকে সরে আসতে চাচ্ছি।।তিনি জানান, এবার আবেদন অনলাইনে নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। এ জন্য একটি ওয়েবসাইটও ডেভেলপ করা হয়েছে।
সেখানে নির্দিষ্ট তথ্য ও প্রয়োজনীয় কাগজপত্র দিয়ে আবেদন করতে হবে। আবেদন অনুমোদন হলে দেশীয় গণমাধ্যমকর্মীরা ঘরে বসেই নিজের সাংবাদিক কার্ড এবং দেশীয় পর্যবেক্ষকরা তাদের কার্ড ও গাড়ির স্টিকার ডাউনলোড করে নিতে পারবেন।আবেদন করতে হবে এই ওয়েবসাইটে: https://pr.ecs.gov.bd/ এ ক্ষেত্রে অফিসের প্যাডে আবেদনের কপি, আইডি কার্ড, জাতীয় পরিচয়পত্রসহ অন্যান্য প্রয়োজনীয় কাগজপত্র দিতে হবে। ফ্রিল্যান্স সাংবাদিকদের জন্য পিআইডি কার্ড আবশ্যক।
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
| সুবহে সাদিক | ভোর ৬:২৩ পূর্বাহ্ণ |
| সূর্যোদয় | ভোর ৭:৪৩ পূর্বাহ্ণ |
| যোহর | দুপুর ১:০৮ অপরাহ্ণ |
| আছর | বিকাল ৪:১২ অপরাহ্ণ |
| মাগরিব | সন্ধ্যা ৬:৩৩ অপরাহ্ণ |
| এশা | রাত ৭:৫২ অপরাহ্ণ |