আজ বৃহস্পতিবার | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ |২৬শে রজব, ১৪৪৭ হিজরি | রাত ১০:৫৪

ঠাকুরগাঁও প্রতিনিধি : জেলা সাংবাদিকদের অন্যতম সংগঠন “ঠাকুরগাঁও জার্নালিস্ট ক্লাবের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে আবারও সভাপতি হিসেবে মানবজমিনের স্টাফ রিপোর্টার রেজাউল প্রধান,সাধারণ সম্পাদক হিসেবে কালবেলার জেলা প্রতিনিধি রবিউল এহ্সান রিপন ও সাংগঠনিক সম্পাদক এটিএন নিউজের জেলা প্রতিনিধি এম এ সামাদকে দায়িত্ব প্রদান করা হয়েছে।
শনিবার (৩ জানুয়ারী) দুপুরে জেলা শহরের লা-রোজা চাইনিজ রেস্টুরেন্টে ঠাকুরগাঁও জার্নালিস্ট ক্লাবের আহ্বায়ক সাংবাদিক বিশাল রহমান সবার সম্মতিক্রমে ৩ জনকে দায়িত্ব প্রদান করেন। একই সাথে আগামী রবিবার সন্ধ্যার মধ্যে কার্যকরী কমিটিসহ পূর্নাঙ্গ কমিটি ঘোষণা করার কথা ব্যাক্ত করেন।
পরে ঠাকুরগাঁওয়ের সিনিয়র সাংবাদিক মরহুম শাহিন ফেরদৌস-এর কবর জিয়ারত করে নতুন কমিটির কার্যক্রম পরিচালনার কথা ব্যক্তকরে সংগঠনের নেতারা বলেন, বিগত সময় আমরা সকলের পাশে ছিলাম। সাংবাদিকদের বিপদে -আপদে পাশে থাকাই আমাদের একমাত্র হবে মূল লক্ষ। এ” সংগঠনের গত ১ মাস আগে পুরাতন কমিটি ভেঙ্গে ঠাকুরগাঁও জার্নালিস্ট ক্লাবের বিশাল রহমানসহ ৫ সদস্যদের একটি আহবায়ক কমিটি গঠন করা হয়৷ আহবায়ক কমিটি অবাধ সুষ্ঠ সুন্দর ও নিরপেক্ষ ভাবে সুন্দর একটি কমিটি ঘোষণা করায় এসময় সংগঠনের সাংবাদিকরা তাঁদেরকে ধন্যবাদ জানান।
উল্লেখ্য যে, ২০২৩ সালের ২১ অক্টোবর আনুষ্ঠানিক ভাবে জেলার সাংবাদিকদের সমন্বয়ে গঠিত একটি মুলধারার সাংবাদিক সংগঠন হিসেবে আত্বপ্রকাশ করে “ ঠাকুরগাঁও জার্নালিস্ট ক্লাব” ইতিমধ্যে সংগঠনের সাংবাদিকরা বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশ করে পাঠক সুশীল সমাজসহ দলমত নির্বিশেষে সকল শ্রেণী-পেশা মানুষের আস্থা অর্জন করেছেন।
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
| সুবহে সাদিক | ভোর ৬:২৩ পূর্বাহ্ণ |
| সূর্যোদয় | ভোর ৭:৪৩ পূর্বাহ্ণ |
| যোহর | দুপুর ১:০৮ অপরাহ্ণ |
| আছর | বিকাল ৪:১২ অপরাহ্ণ |
| মাগরিব | সন্ধ্যা ৬:৩৩ অপরাহ্ণ |
| এশা | রাত ৭:৫২ অপরাহ্ণ |