আজ বৃহস্পতিবার | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ |২৬শে রজব, ১৪৪৭ হিজরি | রাত ১০:৫৯

হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালামকে থানার ভেতরে বসে হুমকি দেওয়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়ার পর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের হবিগঞ্জ জেলা শাখার সদস্যসচিব মাহদী হাসানকে আটক করেছে পুলিশ।
ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, শায়েস্তাগঞ্জ থানার ভেতরে ওসি আবুল কালামের সঙ্গে বাগ্বিতণ্ডায় জড়ান মাহদী হাসান। এ সময় তাকে প্রশাসনের বিরুদ্ধে হুমকিমূলক বক্তব্য দিতে শোনা যায়। ভিডিওতে বানিয়াচং থানা পুড়িয়ে দেওয়া এবং এসআই সন্তোষকে জ্বালিয়ে দেওয়ার মতো সহিংস ঘটনার প্রসঙ্গও তুলতে দেখা যায় তাকে। পাশাপাশি পুলিশ সদস্যদের প্রতিও হুমকিসূচক বক্তব্য দেন তিনি।
এ ঘটনার পর মাহদী হাসানকে আটকের প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কয়েকজন নেতাকর্মী হবিগঞ্জ শহরে অবস্থান নেন। তারা মাহদী হাসানকে কেন আটক করা হয়েছে তা জানতে চান এবং তার মুক্তির দাবি জানান।এর আগে মাহদি ফেসবুকে এক ভিডিও বার্তায় দেশবাসীর কাছে দুঃখ প্রকাশ করেন এই অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্য। আন্দোলনকারীরা দাবি করেন, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন বা জুলাই আন্দোলনের সূচনা হবিগঞ্জে মাহদী হাসানের নেতৃত্বেই হয়েছিল। পরে এতে সাধারণ মানুষও যুক্ত হয়।
শায়েস্তাগঞ্জ থানার পুলিশ জানায়, ভিডিও ফুটেজ ও পরিস্থিতি পর্যালোচনা করে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে।
ভিডিওতে দেখা যায়, থানার ভেতরে ওসি আবুল কালামের সঙ্গে বাগবিতণ্ডার একপর্যায়ে মাহদী হাসান নিজেকে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা দাবি করে অতীতের বিভিন্ন সহিংস ঘটনার কথা উল্লেখ করে হুমকিমূলক বক্তব্য দেন।
ভিডিওতে মাহদী হাসানকে বলতে শোনা যায়, আমরা আন্দোলন করে গভর্নমেন্টকে রিফর্ম করেছি। সেই জায়গায় প্রশাসন আমাদের লোক। আপনি আমাদের ছেলেকে গ্রেপ্তার করে নিয়ে এসেছেন। আমাদের সঙ্গে বাগবিতণ্ডা করছেন। এখন বলছেন, আন্দোলনকারী হয়েছেন তো কী হয়েছে? আমাদের এখানে ১৭ জন শহীদ হয়েছে। আমরা বানিয়াচং থানাকে পুড়িয়ে দিয়েছিলাম। এসআই সন্তোষকে জ্বালিয়ে দিয়েছিলাম। আপনি এসেছেন ঠিক আছে, কিন্তু কোন সাহসে এই কথা বললেন জানতে চাই।
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
| সুবহে সাদিক | ভোর ৬:২৩ পূর্বাহ্ণ |
| সূর্যোদয় | ভোর ৭:৪৩ পূর্বাহ্ণ |
| যোহর | দুপুর ১:০৮ অপরাহ্ণ |
| আছর | বিকাল ৪:১২ অপরাহ্ণ |
| মাগরিব | সন্ধ্যা ৬:৩৩ অপরাহ্ণ |
| এশা | রাত ৭:৫২ অপরাহ্ণ |