আজ শুক্রবার | ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ |২৭শে রজব, ১৪৪৭ হিজরি | রাত ১২:০৬

ঢাকা : বহুজাতিক কোম্পানি নোভারটিসের শেয়ার কোনো ধরনের যাচাই-বাছাই না করেই রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালসের কাছে হস্তান্তরের বিষয়ে তদন্ত চেয়ে দায়েরকৃত রিটের শুনানি আগামী বৃহস্পতিবার কার্যতালিকায় থাকবে।
বিচারপতি মো. ইকবাল কবীর ও বিচারপতি রিয়াজ উদ্দিন খানের সমন্বয়ে গঠিত একটি হাইকোর্ট ডিভিশন বেঞ্চ আজ এ আদেশ দেন। রিট আবেদনকারীর আইনজীবী ইকতান্দার হোসাইন হাওলাদার বিষয়টি বাসস’কে নিশ্চিত করেন।
আদালতে আজ বিষয়টি শুনানির জন্য রিটের পক্ষে মেনশন করেন ব্যারিস্টার বেলায়েত হোসেন।
রিটের পক্ষে আরও ছিলেন তৌফিকা ইয়াছমিন ও ব্যারিস্টার মিজানুর রশিদ।
রিট আবেদনকারীর আইনজীবী ইকতান্দার হোসাইন হাওলাদার বাসস’কে বলেন, এ রিট মামলায় সম্পূরক আবেদন দাখিল ও রিটের পক্ষে সিনিয়র এডভোকেট ব্যারিস্টার জমির উদ্দিন সরকার অসুস্থ থাকায় আজ সময় চাওয়া হয়।
নোভারটিসের ২৩০ কোটি টাকার শেয়ার হস্তান্তর প্রতিরোধে গত ৮ জানুয়ারি সংশ্লিষ্টদের আইনি নোটিশ পাঠানো হয়। নোভারটিস বাংলাদেশ লিমিটেডের ২৩০ কোটি টাকার প্রায় ১০ লাখ শেয়ার রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের কাছে হস্তান্তর স্থগিত চেয়ে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরসহ সংশ্লিষ্টদের এ নোটিশ প্রেরণ করা হয়।
নোটিশে বলা হয়, এই শেয়ার সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের বৈদেশিক বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমানের স্বার্থসংশ্লিষ্ট। নোভারটিস বাংলাদেশের ৬০ শতাংশ শেয়ার (৯ লাখ ৭৫ হাজার ৩৬ শেয়ার) রেডিয়েন্ট ফার্মাসিউটিক্যালস লিমিটেডের মাধ্যমে বিক্রির প্রস্তাব চূড়ান্ত অনুমোদন পেয়েছে। পরবর্তী সময়ে এই বিষয়ে রিট পিটিশন দায়ের করা হয়। (বাসস)
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
| সুবহে সাদিক | ভোর ৬:২৩ পূর্বাহ্ণ |
| সূর্যোদয় | ভোর ৭:৪৩ পূর্বাহ্ণ |
| যোহর | দুপুর ১:০৮ অপরাহ্ণ |
| আছর | বিকাল ৪:১২ অপরাহ্ণ |
| মাগরিব | সন্ধ্যা ৬:৩৩ অপরাহ্ণ |
| এশা | রাত ৭:৫২ অপরাহ্ণ |