আজ শুক্রবার | ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ |২৭শে রজব, ১৪৪৭ হিজরি | রাত ১২:০৯

রাজধানীর ভাটারা এলাকা হতে একটি পিস্তল ও একটি ম্যাগজিনসহ একজনকে গ্রেফতার করেছে ডিএমপির ভাটারা থানা পুলিশ। গ্রেফতারকৃতের নাম মোঃ বাপ্পী মিয়া(২৪)।
আজ শনিবার (৮ মার্চ ২০২৫ খ্রি.) সকাল ১০:৪৫ ঘটিকায় ভাটারা থানাধীন সোলমাইদ এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।
ভাটারা থানা সূত্রে জানা যায়, আজ শনিবার গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় ভাটারা থানাধীন সোলমাইদ এলাকায় অপরাধ সংঘটনের উদ্দেশে বাপ্পী নামের এক ব্যক্তি পিস্তলসহ অবস্থান করছে। এমন তথ্যের ভিত্তিতে দ্রুত উক্ত স্থানে অভিযান পরিচালনা করে থানা পুলিশের একটি চৌকস দল। পুলিশের উপস্থিতি টের পেয়ে ঘটনাস্থল থেকে পালানোর সময় বাপ্পীকে গ্রেফতার করা হয়। এ সময় তার হেফাজত হতে একটি পিস্তল ও একটি ম্যাগজিন উদ্ধার করা হয়। এ ঘটনায় ভাটারা থানায় অস্ত্র আইনে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
থানা সূত্রে আরও জানা যায়, গ্রেফতারকৃত বাপ্পী অপরাধ সংঘটনের উদ্দেশে পিস্তল নিজ হেফাজতে রেখেছিল মর্মে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।
গ্রেফতারকৃতকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
| সুবহে সাদিক | ভোর ৬:২৩ পূর্বাহ্ণ |
| সূর্যোদয় | ভোর ৭:৪৩ পূর্বাহ্ণ |
| যোহর | দুপুর ১:০৮ অপরাহ্ণ |
| আছর | বিকাল ৪:১২ অপরাহ্ণ |
| মাগরিব | সন্ধ্যা ৬:৩৩ অপরাহ্ণ |
| এশা | রাত ৭:৫২ অপরাহ্ণ |