আজ বৃহস্পতিবার | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ |২৬শে রজব, ১৪৪৭ হিজরি | রাত ১০:৫৮

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া-২ (শিবগঞ্জ) আসনে নাগরিক ঐক্য মনোনীত প্রার্থী মাহমুদুর রহমান মান্নার প্রার্থিতা ফিরিয়ে দিয়েছে নির্বাচন কমিশন। এর ফলে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করতে তার আর কোনো বাধা রইলো না। রোববার প্রার্থিতা ফেরত চেয়ে রিটার্নিং কর্মকর্তার সিদ্ধান্তের বিরুদ্ধে ইসিতে করা আপিল আবেদনের শুনানি শেষে এ সিদ্ধান্ত জানানো হয়েছে।
এসময় মান্না বলেন, ‘ষড়যন্ত্র করে জেতা যায় না। গণতন্ত্রের লড়াইয়ে ষড়যন্ত্র দীর্ঘস্থায়ী হতে পারে না। আজকের রায় তার প্রমাণ। যারা মনে করছেন প্রতিপক্ষকে বাদ দেয়ার মধ্যেই আমরা বিজয় অর্জন করতে পারি, তারা গণতন্ত্রর পথ রুদ্ধ করার চেষ্টা করছেন।’
তিনি বলেন, ‘আজকে আমাকে যে কারণে এখানে আসতে হলো এটা খুবই সিম্পল একটা বিষয় ছিলো। যাচাই-বাচাই করা হয় প্রার্থীদের বা দেয়ার জন্য নয়। বরং এটা তাদের কোনো ভুলত্রুটি হলে তাদের সংশোধন করে নির্বাচনে অংশ নেয়ার সুযোগ দেয়া যায়।’
এর আগে বগুড়া জেলার রিটার্নিং কর্মকর্তা মো. তৌফিকুর রহমান মান্নার মনোনয়ন বাতিলের বিষয়ে বলেন, ‘বগুড়া-২ আসনের প্রার্থী মাহমুদুর রহমান মান্নার হলফনামায় নানা অসংগতি রয়েছে। তিনি হলফনামায় ফৌজদারি মামলার কোনো তথ্য দেননি। হলফনামায় যে এফিডেভিট দিয়েছেন তা সম্পাদনের এক দিন পর তিনি স্বাক্ষর করেছেন। তিনি সম্পদ বিবরণীর ফরম দাখিল করেননি। এসব অসংগতির কারণে তাঁর মনোনয়ন বাতিল ঘোষণা করা হয়েছে।’
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
| সুবহে সাদিক | ভোর ৬:২৩ পূর্বাহ্ণ |
| সূর্যোদয় | ভোর ৭:৪৩ পূর্বাহ্ণ |
| যোহর | দুপুর ১:০৮ অপরাহ্ণ |
| আছর | বিকাল ৪:১২ অপরাহ্ণ |
| মাগরিব | সন্ধ্যা ৬:৩৩ অপরাহ্ণ |
| এশা | রাত ৭:৫২ অপরাহ্ণ |