আজ বৃহস্পতিবার | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ |২৬শে রজব, ১৪৪৭ হিজরি | রাত ১০:৩৭

স্টাফ রিপোর্টার: গণতন্ত্রের আপসহীন নেত্রী,৩ বারের সাবেক প্রধানমন্ত্রী বিএনপির চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় নিকডু শিক্ষক সমিতির আয়োজনে কোরআন খতম ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বেগম খালেদা জিয়ার মৃত্যুতে শিক্ষক সমিতি নিকডু ৭ দিনের কর্মসূচি ঘোষণা করেন।
মঙ্গলবার ( ৬ জানুয়ারি) বাদ জোহর নিকডু মসজিদে কোরআন খতম ও দোয়া মাহফিলের মধ্য দিয়ে কর্মসূচি টি শেষ হয়।
গত ৩০ ডিসেম্বর বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর পাওয়া মাত্র শিক্ষক সমিতি-নিকডু ও জাতীয়তাবাদী চিকিৎসক, নার্স, কর্মকর্তা, কর্মচারীদের যৌথ আয়োজনে কর্মসূচি ঘোষণা করা হয়।
যা ধারাবাহিকভাবে পরবর্তীতে ৭ দিন নিকডু মসজিদে বাদ জোহর কোরআন খতম ও দোয়া চলমান ছিল।
উক্ত দোয়া মাহফিলে অংশগ্রহণ করেন শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ডাঃ মোঃ মশিউর আরেফিন রুবেল, সাধারণ সম্পাদক সহযোগী অধ্যাপক ডাঃ শাহরিয়ার মোঃ কবির হাসান (পল্লব), কোষাধক্ষ্য সহযোগী অধ্যাপক ডাঃ শাহনেওয়াজ দেওয়ান, সিনিয়র সহ-সভাপতি ডাঃ কবির আলম, সহ-সভাপতি অধ্যাপক ডাঃ মোঃ রাশেদ আনোয়ার, অধ্যাপক ডাঃ মোঃ শওকত আলম, অধ্যাপক ডাঃ আ ন ম এহসানুল করিম, সহযোগী অধ্যাপক ডাঃ আবু সাঈদ মোঃ মোরশেদ, সহযোগী অধ্যাপক নজরুল ইসলাম মৃধা,সহযোগী অধ্যাপক ডাঃ মোহাম্মদ রেজাউল করিম, সহকারী অধ্যাপক ডাঃ মোঃ আব্দুর রাজ্জাক, আবাসিক সার্জন ডাঃ মোঃ সানাউল্লাহ (সানু), আবাসিক চিকিৎসক ডাঃ মোঃ রাশেদুল ইসলাম , রেজিস্টার ডাঃ আলিম আল রাজিসহ হাসপাতালের সকল চিকিৎসক, নার্স, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
দোয়া মাহফিল শেষে আগারগাঁও ইসলামিক ফাউন্ডেশনের মাদ্রাসা ও এতিমখানায় দুস্থ শিশুদের মাঝে খাবার বিতরণ করা হয়। প্রায় ৪ শতাধিক এতিম শিশুদের মাঝে খাবার বিতরণ করেন।
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
| সুবহে সাদিক | ভোর ৬:২৩ পূর্বাহ্ণ |
| সূর্যোদয় | ভোর ৭:৪৩ পূর্বাহ্ণ |
| যোহর | দুপুর ১:০৮ অপরাহ্ণ |
| আছর | বিকাল ৪:১২ অপরাহ্ণ |
| মাগরিব | সন্ধ্যা ৬:৩৩ অপরাহ্ণ |
| এশা | রাত ৭:৫২ অপরাহ্ণ |