আজ বৃহস্পতিবার | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ |২৬শে রজব, ১৪৪৭ হিজরি | রাত ১১:০১

কুষ্টিয়া প্রতিনিধি: বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কুষ্টিয়া জেলা শাখা এবং জিপিশীপ ও পিপিশীপ-এর উদ্যোগে সাবেক প্রধানমন্ত্রী ও আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার কুষ্টিয়া আইনজীবী সমিতির হলরুমে এ দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে একটি আলোচনা সভার আয়োজন করা হয়।
আলোচনা সভায় বাংলাদেশ জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম কুষ্টিয়া জেলা শাখার আহ্বায়ক অ্যাডভোকেট শামিম উল হাসান অপুর সভাপতিত্বে এবং অ্যাডভোকেট বুলবুল আহমেদ লিটনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, জিপি এ্যাড. মাহাতাব উদ্দিন, পিপি এ্যাড. খন্দকার সিরাজুল ইসলাম, নারী ও শিশু কোর্টের পিপি এ্যাড. আব্দুল মজিদ, দুদক পিপি আব্দুল মান্নাফ। এছাড়াও বক্তব্য রাখেন, সিনিয়র এ্যাড. খাদেমুল, এ্যাড. আব্দুল ওয়াদুদ, এ্যাড হাফিজুল ইসলাম মুনীর প্রমুখ।
সভাপতির বক্তব্যে অ্যাডভোকেট শামিম উল হাসান অপু বলেন, “বেগম খালেদা জিয়া শুধু একটি রাজনৈতিক দলের নেত্রী ছিলেন না, তিনি ছিলেন এদেশের গণতন্ত্র ও স্বাধীনতার প্রতীক। স্বৈরাচারবিরোধী আন্দোলনে তাঁর আপসহীন নেতৃত্ব জাতি কখনো ভুলবে না। আমরা মহান আল্লাহর কাছে তাঁর রুহের মাগফিরাত কামনা করছি এবং তাঁর আদর্শে ঐক্যবদ্ধ হয়ে দেশ ও গণতন্ত্র রক্ষার শপথ নিচ্ছি।”
আলোচনা সভা শেষে মরহুমার রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া মাহফিলে আইনজীবী ফোরামের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক আইনজীবী অংশগ্রহণ করেন।
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
| সুবহে সাদিক | ভোর ৬:২৩ পূর্বাহ্ণ |
| সূর্যোদয় | ভোর ৭:৪৩ পূর্বাহ্ণ |
| যোহর | দুপুর ১:০৮ অপরাহ্ণ |
| আছর | বিকাল ৪:১২ অপরাহ্ণ |
| মাগরিব | সন্ধ্যা ৬:৩৩ অপরাহ্ণ |
| এশা | রাত ৭:৫২ অপরাহ্ণ |