আজ বৃহস্পতিবার | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ |২৬শে রজব, ১৪৪৭ হিজরি | রাত ১০:৩৮

রাজধানীর কারওয়ান বাজারের নিয়ন্ত্রণ নিয়ে দীর্ঘদিনের বিরোধের জেরে ঢাকা মহানগর উত্তর স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুছাব্বিরকে গুলি করে হত্যা করা হয়েছে। তদন্তে জানা গেছে, বিদেশে পলাতক এক শীর্ষ সন্ত্রাসীর কাছ থেকে হত্যার নির্দেশ আসে এবং ১৫ লাখ টাকার চুক্তিতে এই হত্যাকাণ্ডের দায়িত্ব নেন তার ঘনিষ্ঠ সহযোগী মো. বিল্লাল।
রোববার মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর পুলিশের অতিরিক্ত কমিশনার (ডিবি) শফিকুল ইসলাম জানান, ব্যবসায়িক ও বাজার নিয়ন্ত্রণ–সংক্রান্ত বিরোধ থেকেই এই হত্যাকাণ্ড ঘটতে পারে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্য যাচাই করে দেখা হচ্ছে।
ডিবি জানায়, গ্রেপ্তার চারজন হলেন জিন্নাত, মো. বিল্লাল, আব্দুল কাদির ও মো. রিয়াজ। বিল্লাল ও আব্দুল কাদির আপন দুই ভাই। তাদের আরেক ভাই আব্দুর রহিম পলাতক থাকলেও হত্যাকাণ্ডে সরাসরি জড়িত। গ্রেপ্তারদের কাছ থেকে একটি নম্বরবিহীন মোটরসাইকেল ও ৬ হাজার টাকা জব্দ করা হয়েছে, যা হত্যায় ব্যবহার করা হয়েছিল।
তদন্ত অনুযায়ী, হত্যার আগের দিন আসামিরা ঘটনাস্থল রেকি করেন। বুধবার রাত সোয়া ৮টার দিকে কারওয়ান বাজারের বিপরীতে স্টার হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের পাশে আহসানউল্লাহ টেকনোলজি ইনস্টিটিউটের গলিতে মুছাব্বিরকে লক্ষ্য করে গুলি চালানো হয়। এ সময় তার সঙ্গে থাকা কারওয়ান বাজার ভ্যান শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক মাসুদও গুলিবিদ্ধ হন। তিনি বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন।
এ ঘটনায় মুছাব্বিরের স্ত্রী সুরাইয়া বেগম তেজগাঁও থানায় হত্যা মামলা দায়ের করেছেন। ডিবি প্রধান জানান, হত্যাকাণ্ডে ব্যবহৃত অস্ত্র এখনো উদ্ধার করা যায়নি এবং আসামিদের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করা হবে।
তদন্ত সংশ্লিষ্ট সূত্রের দাবি, কারওয়ান বাজারে প্রতিদিন বিপুল অঙ্কের চাঁদা ওঠে এবং বাজার নিয়ন্ত্রণ নিয়ে একাধিক গ্রুপ দীর্ঘদিন ধরে সক্রিয়। এই আধিপত্য বিস্তারকে কেন্দ্র করেই এবার মুছাব্বিরকে টার্গেট করে হত্যার পরিকল্পনা করা হয়। ডিবি বলছে, রাজনৈতিক পরিচয় না থাকলেও অভিযুক্তদের বাজারকেন্দ্রিক ব্যবসা ও বিভিন্ন প্রভাবশালী মহলের সঙ্গে যোগাযোগ ছিল—এসব দিকও তদন্তে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
| সুবহে সাদিক | ভোর ৬:২৩ পূর্বাহ্ণ |
| সূর্যোদয় | ভোর ৭:৪৩ পূর্বাহ্ণ |
| যোহর | দুপুর ১:০৮ অপরাহ্ণ |
| আছর | বিকাল ৪:১২ অপরাহ্ণ |
| মাগরিব | সন্ধ্যা ৬:৩৩ অপরাহ্ণ |
| এশা | রাত ৭:৫২ অপরাহ্ণ |