আজ শুক্রবার | ২রা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৬ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ |২৭শে রজব, ১৪৪৭ হিজরি | রাত ১২:১৩

মোঃ রফিকুল ইসলাম, কুড়িগ্রাম জেলা প্রতিনিধিঃযুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের আওতাধীন ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচী ২০২৫-২০২৬ এর আওতায় জেলা ক্রীড়া অফিসের আয়োজনে কুড়িগ্রামে দাবা প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
কুড়িগ্রাম জেলা স্টেডিয়ামে ৭ জানুয়ারি’২০২৬ইং বুধবার দিন ব্যাপী জেলা ক্রীড়া অফিসের আয়োজনে অনুর্ধ্ব-১৫ বছর বালক-বালিকাদের অংশগ্রহণে দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। কুড়িগ্রাম জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অর্ধ শতাধিক দাবারু খেলোয়াড় দাবা প্রতিযোগিতায় অংশ গ্রহণ করে। দাবা প্রতিযোগিতায় অংশগ্রহণকারীদের মধ্য থেকে বালিকাদের মধ্যে ১ম স্থান অধিকার করে কাঁঠালবাড়ী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী তাহিরা তাহসিন বীর, ২য় স্থান অধিকার করে কুড়িগ্রাম সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী সাবিহা কবির, ৩য় স্থান অধিকার করে খলিলগঞ্জ স্কুল এন্ড কলেজের শিক্ষার্থী মোহনা আক্তার এবং বালকদের মধ্য থেকে ১ম স্থান অধিকার করে আদর্শ বি.এল উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আব্দুল্লাহ মাহমুদ, ২য় স্থান অধিকার করে বর্ডার গার্ড পাবলিক স্কুলের শিক্ষার্থী ফারহান সাদিক সামি ও ৩য় স্থান অধিকার করে বর্ডার গার্ড পাবলিক স্কুলের শিক্ষার্থী দেবজিৎ পাল।
জেলা ক্রীড়া অফিসার মোঃ আলমগীর হোসেনের সভাপতিত্বে দাবা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) শেখ মাহবুবে সাহবানী। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন- কুড়িগ্রাম জেলা ক্রীড়া সংস্থার এডহক কমিটির সদস্য মোঃ আজিজুল হক, কোচ রেজাউল করিম রাজু সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিবৃন্দ।
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
| সুবহে সাদিক | ভোর ৬:২৩ পূর্বাহ্ণ |
| সূর্যোদয় | ভোর ৭:৪৩ পূর্বাহ্ণ |
| যোহর | দুপুর ১:০৮ অপরাহ্ণ |
| আছর | বিকাল ৪:১২ অপরাহ্ণ |
| মাগরিব | সন্ধ্যা ৬:৩৩ অপরাহ্ণ |
| এশা | রাত ৭:৫২ অপরাহ্ণ |