আজ বৃহস্পতিবার | ১লা মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ | ১৫ই জানুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ |২৬শে রজব, ১৪৪৭ হিজরি | রাত ১১:৫১

বাদল মির্জা , ইউএ : প্রতিটি যুগে প্রতিটি পরিবর্তনের পেছনে থাকে এমন কিছু মানুষ যারা নীরবে নিষ্ঠার সঙ্গে নিঃস্বার্থভাবে নেতার পাশে থেকে সংগ্রামকে এগিয়ে নিয়ে যান বিজয়ের পথে। রাষ্ট্র গঠনের মহাযাত্রায় এই বিশ্বস্ত সহচররা হয়ে ওঠেন আদর্শ, সাহস ও মানবিকতার প্রতিচ্ছবি।
হযরত মুহাম্মাদ (সা) এর পাশে ছিলেন হযরত আবু বকর (রা) যিনি শুধু বন্ধুই নন সংকটকালে অবিচল বিশ্বাসের প্রতীক। হিজরতের মতো ইতিহাসের সবচেয়ে ঝুঁকিপূর্ণ সময়ে যিনি ছিলেন ছায়াসঙ্গী।
নেপোলিয়ন বোনাপার্টের যুদ্ধজয়ের পেছনে ছিলেন ‘মার্শাল বেরথিয়ে’ যার পরিকল্পনা ও শৃঙ্খলা সাম্রাজ্যকে দিয়েছে গতি। মহাত্মা গান্ধীর নেতৃত্বকে বাস্তব রাষ্ট্রকাঠামোয় রূপ দিয়েছেন ‘সর্দার বল্লভভাই প্যাটেল’ ভারতের একীকরণে যিনি হয়ে উঠেছিলেন ‘লৌহমানব’।
নেলসন ম্যান্ডেলার দীর্ঘ কারাবরণ ও মুক্তির সংগ্রামে অবিচল ছিলেন ‘ওয়াল্টার সিসুলু’ যিনি আদর্শে কখনো আপস করেননি। আর জর্জ ওয়াশিংটনের রাষ্ট্রভাবনার অর্থনৈতিক ভিত্তি নির্মাণে আলেকজান্ডার হ্যামিল্টন ছিলেন অপরিহার্য এক সহযোদ্ধা।
এই উদাহরণগুলো প্রমাণ করে রাষ্ট্রনায়ক ও তাঁর বিশ্বস্ত সহচরের সম্পর্ক কেবল ব্যক্তিগত নয় তা জাতির ভবিষ্যতের সঙ্গে গভীরভাবে যুক্ত।
বাংলাদেশের প্রেক্ষাপটে একটি নতুন রাজনৈতিক যুগ।: এদেশ আজ একটি সন্ধিক্ষণে দাঁড়িয়ে। দীর্ঘদিনের নিপীড়ন, গুম, খুন, রাজনৈতিক প্রতিহিংসা, বিচারহীনতা ও মানবিক বিপর্যয়ের মধ্য দিয়ে জাতি একটি মানবিক, ন্যায্য ও গণতান্ত্রিক রাষ্ট্রের স্বপ্ন দেখছে। এই প্রেক্ষাপটে জনাব তারেক রহমান এমন এক নেতৃত্বের প্রতীক, যাঁর রাজনীতি কেবল ক্ষমতাকেন্দ্রিক নয় বরং ভবিষ্যৎ রাষ্ট্র নির্মাণের দর্শনে বিশ্বাসী।
সেই জায়গায় আতিকুর রহমান রুমন ভাই জনাব তারেক রহমানের বিশ্বস্ত ও ঘনিষ্ঠ সহচর হিসাবে তার মানবিক কাজ ও গুম, খুন নিপিড়ীত মানু্ষের পাশে দাঁড়ানোর অভিজ্ঞতা ও ত্যাগের ইতিহাস থেকে শিক্ষা নিয়ে একটি সুন্দর আগামীর মানবিক ও গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে জনাব তারেক রহমানের হাতকে আরো শক্তিশালী করবেন এবং প্রাণপ্রিয় বাংলাদেশকে এগিয়ে নিবেন এটাই আমরা প্রত্যাশা করি।
লেখা:বাদল মির্জা ইউএ
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারি, ২০২৬ | |
| ওয়াক্ত | সময় |
| সুবহে সাদিক | ভোর ৬:২৩ পূর্বাহ্ণ |
| সূর্যোদয় | ভোর ৭:৪৩ পূর্বাহ্ণ |
| যোহর | দুপুর ১:০৮ অপরাহ্ণ |
| আছর | বিকাল ৪:১২ অপরাহ্ণ |
| মাগরিব | সন্ধ্যা ৬:৩৩ অপরাহ্ণ |
| এশা | রাত ৭:৫২ অপরাহ্ণ |